আশাশুনিতে ১৪০ জন কৃষককে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

জি এম মজিবুর রহমান, আশাশুনি :
আশাশুনি উপজেলার বিভিন্ন ইউনিয়নের ১৪০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। বুধবার বিকালে কৃষক প্রশিক্ষণ কেন্দ্র মিলনায়নে বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
খরিপ-১/২০১৮-১৯ অর্থ বছরে উপশী আউশ ও নেরিকা আউশ এর উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রনোদনা কর্মসূচির আওতায়, এই বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থিকে বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন, উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সভাপতি এবিএম মোস্তাকিম। সহকারী কমিশনার (ভূমি) মিজাবে রহমতের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, প্রাণি সম্পদ কর্মকর্তা ডাঃ মিজানুর রহমান, ইউআরসি ইন্সট্রাক্টর মহিতোষ কর্মকার, আরডিও বিশ^জিৎ ঘোষ, আশাশুনি প্রেসক্লাব সভাপতি জি এম মুজিবুর রহমান, এসএপিপিও আঃ গনি। স্বাগত বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ রাজিবুল হাসান। অনুষ্ঠানে ৮০ কৃষককে নেরিকা ও ৬০ জনকে উপশী ধানের বীজ ১০ কেজি করে, ইউরিয়া ২০ কেজি, ডিএপি ১০ কেজি ও এমওপি ১০ কেজি করে প্রদান করা হয়। এছাড়া নেরিকা চাষীদের চাষ বাবদ ৫০০ ও আগাছা পরিস্কার বাবদ ৫০০ টাকা করে এবং উপশী চাষীদের চাষাবাদ বাবদ ৫০০ টাকা করে প্রদান করা হয়।
Please follow and like us:
fb-share-icon
Tweet 20

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social media & sharing icons powered by UltimatelySocial
error

Enjoy this blog? Please spread the word :)