সাতক্ষীরা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের এল্লারচর বাজার পরিদর্শন
শহর প্রতিনিধি:
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সাতক্ষীরা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরানের নেতৃত্বে বাজার তদারকি টিমটি ১০ এপ্রিল সকালে সাতক্ষীরা সদরের এল্লারচর বাজার পরিদর্শন করেন। এতে সহায়তা করেন জেলা ক্যাব সদস্য মো. সাকিবুর রহমান ও জেলা পুলিশ প্রশাসন। এসময়ে বাজারে বিক্রয় পণ্যে বিএসটিআই অনুমোদিতহীন, উৎপাদন ও মেয়াদ উত্তীর্ণের তারিখ বিহীন খাবার, অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন, মিষ্টির ফ্রিজে কাঁচা মাছ মাংস রাখা, হাতে গ্লাস ব্যবহার না করা ও ভোক্তা অধিকার সংরক্ষণ আইন’০৯ বাস্তবায়নসহ বিবিধ বিষয়ে আইন বাস্তবায়ন করেন সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান। এসময়ে এল্লারচর বাজারের ভাই ভাই মিষ্টান্ন ভান্ডার ও নজরুল ষ্টোরগুলোকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন’০৯ এর ৪৩ ও ৫১সহ বিভিন্ন ধারা লঙ্ঘনের অপরাধে বিভিন্ন অংকের মোট ৪০০০ টাকা জরিমানা করা হয়। এ সময়ে জনগণকে সচেতন করতে লিফলেট বিতরণ ও বিভিন্ন দোকান পরিদর্শন করা হয়।