সাতক্ষীরা জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি বাতিলের দাবিতে মানববন্ধন
শহর প্রতিনিধি :
স্বাধীনতা বিরোধী, যুদ্ধাপরাধী পরিবারের সদস্য ও চিহ্নিত দুর্নীতিবাজদের নিয়ে গঠিত সাতক্ষীরা জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি বাতিলের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১০টায় মুক্তিযোদ্ধা-জনতার ব্যানারে শহীদ স.ম আলাউদ্দিন চত্বরে অনুষ্ঠিত মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন বীরমুক্তিযোদ্ধা সাবেক অধ্যক্ষ সুভাষ সরকার।
নাগরিক আন্দোলন মঞ্চের সদস্য সচিব আলীনুর খান বাবুলের পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন, সাতক্ষীরা প্রেসক্লাবে সাবেক সভাপতি এড.আবুল কালাম আজাদ, নাগরিক আন্দোলন মঞ্চের আহবায়ক এড. ফাহিমুল হক কিসলু, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড সাতক্ষীরা জেলা শাখার সদস্য সচিব লায়লা পারভীন সেজুতি, সাংবাদিক কল্যাণ ব্যানার্জী, ডেইলি সাতক্ষীরার সম্পাদক হাফিজুর রহমান মাসুম, জে এস ডি’র সাধারণ সম্পাদক সুধাংশু শেখর সরকার, জাসদ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক ওবায়েদুস সুলতান বাবলু, জেলা ওয়ার্কার্স পার্টির সদস্য স্বপন কুমার শীল, লাবসা ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান গোলাম কিবরিয়া বাবু, জেলা পরিষদের সদস্য এড. শাহনেওয়াজ পারভীন মিলি, পৌর আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক রাশেদুজ্জামান রাশি, জেলা স্বেচ্ছাসেবকলীগের সাংগঠনিক সম্পাদক অহিদুজ্জামান টিটু, সিটি কলেজ ছাত্রলীগের সভাপতি মহিদুল ইসলাম, রওনক বাসার, লোদী ইকবাল, নুরুজ্জামান বাবু, আব্দুস সালাম প্রমুখ।
বক্তারা বলেন, দুর্নীতি দমন কমিশন একটি সাংবিধানিক প্রতিষ্ঠান। সেই প্রতিষ্ঠানে যুদ্ধাপরাধী পরিবারের সদস্য ও সাতক্ষীরার চিহ্নিত দুর্নীতিবাজদের নিয়ে যে কমিটি গঠন করা হয়েছে। এই কমিটি গঠিত হওয়ায় মুক্তিযোদ্ধা ও সাধারণ জনতার মধ্যে ব্যপক ক্ষোভের সৃষ্টি হয়। অবিলম্বে এই কমিটি বাতিল ঘোষণা করে সাতক্ষীরার মুক্তিযুদ্ধের স্বপক্ষের মানুষদের নিয়ে কমিটি গঠন করার জন্য জোর দাবি জানান।
Please follow and like us: