বাবা হচ্ছেন বিরাট!
স্পোর্টস ডেস্ক:
ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি বাবা হচ্ছেন। চলতি আইপিএলের মাঝেই বাবা হওয়ার নতুন অভিজ্ঞতা হতে চলেছে বিরাটের। গুজব নয়, এই সত্যিই নিয়েই শোরগোল সোশ্যাল মিডিয়ায়। বিরাটের সন্তানের মা নিজেই সেই সুখবর টুইট করে জানিয়েছেন।
ইডেনে নাইট রাইডার্স বনাম ব্যাঙ্গালোরের ম্যাচের পর সোশ্যাল মিডিয়ায় বিরাটকে সমর্থন করে টুইট করেন এক কোহলি অনুরাগী। সেই টুইটে কোহলি অনুরাগী মজা করে লিখেছেন, আমি অন্তসত্ত্বা, কোহলির সন্তানের মা হতে চলেছি।
পুরো ঘটনাটাই মজা করে পোস্ট করেছেন ওই বিরাট অনুরাগী। এমন কী নিজের হৃদয়ে কোহলি লিখে তা টুইটারে পোস্ট করেন ওই বিরাটভক্ত।
Please follow and like us: