কলারোয়া প্রিমিয়ার ছাত্র সংঘ’র ২য় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
কলারোয়া প্রতিনিধি :
সাতক্ষীরার কলারোয়ায় নানা আয়োজনে ব্যতিক্রমধর্মী সেবামূলক অরাজনৈতিক ছাত্র সংগঠন ‘কলারোয়া প্রিমিয়ার ছাত্র সংঘ’র দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
আজ মঙ্গলবার বেলা ১১টায় আলোচনা সভা, জন্মদিনের কেক কাটা ও বর্ণাঢ্য র্যালির মধ্য দিয়ে আনন্দঘন পরিবেশে সংগঠনের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী পালন করে সংগঠনের বিপুল সংখ্যক নেতা-কর্মীরা।
কলারোয়া উপজেলা অডিটোরিয়ামে এ উপলক্ষে আয়োজিত আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত কলারোয়া সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর আলহাজ্ব আবু নসর।
সংগঠনের উপদেষ্টা প্রধান শিক্ষক সাংবাদিক রাশেদুল হাসান কামরুলের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবদুল হামিদ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা শেখ ফারুক হোসেন, পল্লী দারিদ্রবিমোচনের উর্দ্ধতন কর্মকর্তা মুনকাসিম বিল্লাহ, কলারোয়া প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক শেখ জুলফিকারুজ্জামান জিল্লু, কলারোয়া নিউজ ডটকম’র সম্পাদক প্রভাষক আরিফ মাহমুদ, সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি আফজাল ফুয়াদ অভির পিতা উপদেষ্টা ডা.আমানুল্লাহ আমান, প্রিমিয়ার ছাত্র সংঘ’র সাধারণ সম্পাদক আসিফ শাহারিয়ার প্রান্ত প্রমুখ।
সংগঠনের উপদেষ্টা ফরিদুজ্জামান খান ফরিদ এর সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের সহ.সভাপতি নিয়াজ মোরশেদ, প্রাবীণ সাংবাদিক আনোয়ার হোসেন, সাংবাদিক এমএ সাজেদ, আসাদুজ্জামান আসাদ, মনিরুল ইসলাম মনি, ফিরোজ জোয়ার্দ্দার, প্রিমিয়ার ছাত্র সংঘ’র বেনজীর, জনি, মামুন, আবু সাইদ, তরিকুল ইসলাম, ইমরান হোসেন, আব্দুল্লাহ আল মামুন প্রান্ত প্রমুখ।
আলোচনা অনুষ্ঠান শেষে সংগঠনের দ্বিতীয় জন্মদিনের কেক কাটেন অতিথিবৃন্দ।
কেক কাটার পরে সংগঠনের নেতা-কর্মীরা বিপুল সংখ্যক সদস্যদের নিয়ে পৌর শহরে একটি বর্ণাঢ্য র্যালি বের করে। র্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা চত্বরে এসে শেষ হয়।
উল্লেখ্য, সমাজের হতদরিদ্র, অসহায় মানুষের পাশে দাড়ানোর প্রত্যয় নিয়ে কলারোয়ার ঝিকরা গ্রামের মালায়েশিয়া প্রবাসী তরুণ সমাজকর্মী আফজাল ফুয়াদ অভি এ সংগঠনটি দু’বছর আগে প্রতিষ্ঠা করেন। প্রতিষ্ঠার পর থেকে অতি অল্প সময়ের ব্যবধানে সংগঠনটি কলারোয়ার অসহায় দরিদ্র মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ, শীতার্থদের মাঝে কম্বল বিতরণ, গরীব অসহায় শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ ও আর্থিক সহায়তা প্রদান, রংপুর কুড়িগ্রামের বন্যার্তদের মাঝে ঘর নির্মাণের জন্য টিন বিতরণ করে মানুষের অন্তরে স্থান করে নেয়।
Please follow and like us: