কুশখালীতে দুস্থ ও হতদরিদ্রদের মাঝে ভিজিডি’র চাল বিতরণ
কুশখালী প্রতিনিধি:
সদর উপজেলার ২নং কুশখালী ইউনিয়ন পরিষদের উদ্যোগে দুস্থ ও হতদরিদ্রদের মাঝে ভিজিডি’র চাল বিতরণ করা হয়েছে। মঙ্গলবার সকালে ইউনিয়ন পরিষদের প্রতিনিধিবৃন্দের উপস্থিতিতে ৯টি ওয়ার্ডের মোট ১৫৬ জন দুস্থ ও হতদরিদ্র প্রত্যেকের মাঝে ৩০কেজি হারে চাল বিতরণ করেন ইউপি চেয়ারম্যান মো. শফিকুল ইসলাম (শ্যামল)। এসময় উপস্থিত ছিলেন, ইউপি সচিব মো. মতিউর রহমান, ১নং ওয়ার্ড কমিউনিটি পুলিশিং ফোরামের সহ-সভাপতি মো. আব্দুল কাদের, সালমা ফাউন্ডেশন’র মাঠ প্রশিক্ষক মো. মনিরুল ইসলাম মনি, ইউপি সদস্য মো. মনিরুল ইসলাম, সংরক্ষিত মহিলা ইউপি সদস্যা মনজুরা খানম ইতি, মনজুয়ারা খাতুন, তথ্য উদ্যোক্তা সাইফুজ্জামান শাহিন, শিবনাথ দাশ সহ সকল গ্রাম পুলিশ সদস্যবৃন্দ।
Please follow and like us: