আবারও একসঙ্গে তাহসান-মম
অনলাইন ডেস্ক :
অনেক নাটকে জুটি হয়ে অভিনয় করেছেন জাকিয়া বারী মম ও তাহসান খান। তাদের অভিনীত বেশ কিছু নাটক দর্শকপ্রিয়তা পেয়েছে। আবারও একসঙ্গে দেখা যাবে তাদের। তাহসান-মম’র সেই নাটকের নাম ‘সোনালী ইলিশের গল্প’। রচনা ও পরিচালনা করেছেন সাগর জাহান।
‘সোনালী ইলিশের গল্প’-এর মাধ্যমে প্রথমবার সাগর জাহানের নাটকে অভিনয় করলেন মম। তিনি বলেন, ‘সাগর ভাইয়ের নির্দেশনায় কাজ করে ভীষণ ভালো লেগেছে। খুব সুন্দর একটি গল্প, পুরো গোছানো ইউনিট। আশা করছি, দর্শকেরও ভালো লাগবে।’
এদিকে তাহসান বলেন, ‘নাটকের গল্প ভালো। কাজটিও বেশ হয়েছে। সবারই পছন্দ হবে।’ কয়েকদিন আগে ঢাকার একাধিক লোকেশনে নাটকটির শুটিং হয়েছে। বর্তমানে রয়েছে সম্পাদনার টেবিলে। পহেলা বৈশাখে প্রচার হবে আরটিভিতে।
উল্লেখ্য, তাদের অভিনীত জনপ্রিয় নাটকগুলোর মধ্যে আছে নীলপরী নীলাঞ্জনা, ম্যানিকুইন মুমু, রূপকথা এখন আর হয় না ও স্বপ্নচুরি।
Please follow and like us: