সাতক্ষীরায় ক্যান্সার, কিডনী, স্ট্রোকে আক্রান্ত রোগীদের আর্থিক সহায়তার চেক বিতরণ
শহর প্রতিনিধি :
বাংলাদেশ জাতীয় সমাজকল্যাণ পরিষদ কর্তৃক বিশেষ অনুদান ও ক্যান্সার, কিডনী, লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইজড ও জম্মগত হৃদরোগে আক্রান্ত রোগীদের আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়েছে। সোমবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা সমাজকল্যাণ পরিষদের আয়োজনে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোতাকাব্বির হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে চেক বিতরণ করেন সাতক্ষীরা-০২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।
এ সময় তিনি বলেন,‘ প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে মানবতার মা হিসেবে বিশ্বের দরবারে পরিচিতি পেয়েছেন। বাংলাদেশ আওয়ামীলীগ জনগণের কল্যাণে কাজ করেছে তাই বাংলার জনগণ আবারও নৌকায় ভোট দেবে’। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা সমাজসেবা অধিদফতরের উপ-পরিচালক দেবাশিস সরদার, জেলা সহকারী পরিচালক হারুন অর রশিদ, জেলা মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জ্যোৎন্সা আরা, সদর উপজেলা সমাজসেবা অফিসার মো. রোকনুজ্জামান, প্রবেশন অফিসার মিজানুর রহমান, সাতক্ষীরা সরকারি শিশু পরিবারের উপ-তত্বাবধায়ক মানব চন্দ্র বাছার প্রমুখ।
জেলার ক্যান্সার, কিডনী, লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইজড ও জম্মগত হৃদরোগে আক্রান্ত ৫০ জন রোগীর মাঝে ৫০ হাজার টাকা করে ২৫ লক্ষ টাকার চেক প্রদান করা হবে। এর মধ্যে সদর উপজেলার ১০ জন রোগীর মাঝে ৫ লক্ষ টাকার চেক বিতরণ করা হয়। বাংলাদেশ জাতীয় সমাজকল্যাণ পরিষদ কর্তৃক ২ জন ব্যক্তিকে ১৪ হাজার টাকার বিশেষ অনুদানের চেক প্রদান করা হয়।
Please follow and like us: