বাংলাদেশ ছাত্রলীগ কালিগঞ্জ উপজেলা শাখার আনন্দ র্যালি অনুষ্ঠিত
ভ্রাম্যমাণ প্রতিনিধি:
বাংলাদেশের সফল প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা’র নেতৃত্বে স্বল্পোন্নত দেশ হতে উন্নয়নশীল হওয়ায় কালিগঞ্জ উপজেলা ছাত্রলীগের আনন্দ র্যালি অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১১ টায় আনন্দ র্যালি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে এক সমাবেশে মিলিত হয়। উপজেলা ছাত্রলীগের সভাপতি শেখ শাওন আহমেদ সোহাগের সভাপতিত্বে র্যালি শেষে সমাবেশে বক্তব্য রাখেন সদর কুশুলিয়া স্কুল এন্ড কলেজের শিক্ষক ও সাবেক ছাত্রলীগ নেতা কাজী সাইফুল্লাহ। উপজেলা ছাত্রলীগের যুগ্ন সাধারণ সম্পাদক মীর মেহদেী হাসানের সঞ্চালনায় এসময় আরও উপস্থিত ছিলেন সদর কুশুলিয়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মীর আবু বক্কর সিদ্দিক,যুগ্ন সাধারণ সম্পাদক আবু রায়হান,শিক্ষা বিষয়ক সম্পাদক কাজী মুহিত,কুশুলিয়া কলেজ ছাত্রলীগের সভাপতি কাজী রাহিত হাসান,সাধারণ সম্পাদক কাজী ইমন,ছাত্রনেতা নাইম হোসেন,সাকিব আল হাসান , কাজী জীম, কাজী সোহান,মেহেদেী হাসান ও আকাশ প্রমুখ। সমাবেশে বক্তারা বলেন জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে তার হাতেই বাংলাদেশ নিরাপদ। তিনি যতবার ক্ষমতায় এসেছে বাংলাদেশে ততবার ব্যাপক উন্নয়ন হয়েছে। তাই এই উন্নয়ন অব্যহত রাখতে আবারও নৌকার বিজয় নিশ্চিত করার জন্য সকলকে এক সাথে কাজ করার আহ্বান জানান। এছাড়াও উপজেলা ছাত্রলীগের বিভিন্ন ইউনিটে র্যালি ও সমাবেশে অনুষ্ঠিত হয়েছে। এসব র্যালিতে শত শত ছাত্রলীগের নেতা কর্মী অংশগ্রহণ করেন।
Please follow and like us: