পাটকেলঘাটায় ভারতীয় থ্রি পিছ ও শাড়িসহ প্রাইভেটকার জব্দ
কিশোর কুমার,পাটকেলঘাটা:
সাতক্ষীরার পাটকেলঘাটা থানার খলিশখালী হতে ভারতীয় থ্রি পিছ ও শাড়িসহ প্রাইভেটকার জব্দ করেছে পুলিশ।
সোমবার বেলা ১১ টার দিকে এ ঘটনা ঘটে।
পাটকেলঘাটা থানার পুলিশ পরিদর্শক( তদন্ত) উজ্জ্বল কুমার মৈত্র বলেন, গোপন সংবাদের ভিত্তিতে খলিশখালী পুলিশ ক্যাম্পের ইনচার্জ নিখিল চন্দন বিশ্বাসের নেতৃত্বে একটি দল খলিশখালীর দলুয়া বাজারে অবস্থান নেন। এ সময় আশাশুনি-তালা বাইপাস সড়ক দিয়ে আসা একটি প্রাইভেটকারের (ঢাকা মেট্রো ক-০৩-৯৪১৫) গতিরোধ করার চেষ্টা করলে ড্রাইভার গাড়ি নিয়ে পালানোর চেষ্টা করলে সামনে থেকে জনগন গাড়িটির গতিরোধ করে। এসময় ড্রাইভার প্রাইভেটকার ফেলে পালিয়ে যায়। প্রাইভেটকার তল্লাশি করে পুলিশ ২০০ পিছ ভারতীয় থ্রি পিছ ও ৩০ পিছ ভারতীয় শাড়ি জব্দ করে। আটককৃত মালামালের মূল্য আনুমানিক ১ লক্ষ ১০ হাজার টাকা। জব্দকৃত প্রাইভেটকার ও মালামাল থানা হেফাজতে আনা হয়েছে এবং এ ব্যাপারে থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
Please follow and like us: