দেবহাটায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা
দেবহাটা প্রতিনিধি:
সাতক্ষীরা দেবহাটা উপজেলা পরিষদের মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার(৯এপ্রিল) সকাল ১০ টায় উপজেলা পরিষদের সভা কক্ষে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা হাফিজ-আল-আসাদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান ও মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল গণি।
অন্যান্যদের মধ্যে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও নওয়াপাড়া ইউপি চেয়ারম্যান মুজিবর রহমান, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, যুগ্ন সাধারণ সম্পাদক আনোয়ারুল হক, ভাইস চেয়ারম্যান মাহবুব আলম খোকন, মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা পারভীন, দেবহাটার সেকেন্ড অফিসার এসআই ইয়ামিন আলী, দেবহাটা প্রেসক্লাবের সভাপতি আব্দুল ওহাব, সদর ইউপি চেয়ারম্যান আবু বকর গাজী, কুলিয়া ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিকাশ সরকার, সিনিয়র মৎস্য কর্মকর্তা বদরুজ্জামান, কৃষি কর্মকর্তা জসীমউদ্দীন, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডাঃ আব্দুল লতিফ, দেবহাটা বিজিবি ক্যাম্প কমান্ডার সুবেদার জিন্নাত আলী, উপজেলা শিক্ষা কর্মকর্তা প্রণব কুমার মল্লিক, মডেল হাইস্কুলের প্রধান শিক্ষক মদন মোহন পাল, উপজেলা ইমাম সমিতির সভাপতি আব্দুস সত্তার প্রমূখ।
সভায় আইন-শৃংখলা, চোরাচালান নিরোধ, সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ, মানব পাচার প্রতিরোধ, যৌতুক ও বাল্য বিবাহ নিরোধ, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে বিভিন্ন কর্মসূচি নিয়ে আলোচনা করা হয়। এছাড়া আগামী ১১ এপ্রিল দেবহাটা উপজেলাকে শতভাগ বিদ্যুতায়ন কার্যক্রম ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে উদ্বোধন করা হবে বলেও উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান।
এদিকে, দেবহাটায় পহেলা বৈশাখের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সভা কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা হাফিজ-আল-আসাদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান ও মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল গণি।
এ বছর বাংলা নববর্ষকে বরণ করতে সকাল ৭টায় উপজেলা চত্বর হতে মঙ্গল শোভাযাত্রা বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে ঐতিহ্যবাহী বনবিবি বটতলায় পান্তা, ইলিশ খাওয়ার ব্যবস্থা করা হয়েছে। এছাড়া দিনব্যাপী ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে বলে উপজেলা নির্বাহী কর্মকর্তা জানিয়েছেন।