কেশবপুরে ৮০টি শিক্ষা প্রতিষ্ঠানে আলমারি ও বুক সেলফ বিতরণ
এস আর সাঈদ :
যশোরের কেশবপুর উপজেলার দোরমুটিয়া মাধ্যমিক বিদ্যালয় মাঠে সোমবার দুপুরে সেসিপ প্রকল্প কর্তৃক ৮০টি শিক্ষা প্রতিষ্ঠানে আলমারি ও বুক সেলফ বিতরণ করা হয়েছে। দোরমুটিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নীল রতন সরকারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ৮০টি শিক্ষা প্রতিষ্ঠানে আলমারি ও বুক সেলফ বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ মিজানূর রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার রবিউল ইসলাম, একাডেমিক সুপারভাইজার তোরাবুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি আব্দুল মজিদ ও সাধারণ সম্পাদক মকবুল হোসেন । অনুষ্ঠানে উপজেলার ৮০টি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ উপস্থিত ছিলেন।
Please follow and like us: