কালিগঞ্জের বৃত্তি প্রাপ্ত ৬ শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান
হাফিজুর রহমান শিমুল, কালিগঞ্জ :
কালিগঞ্জ তারালী ইউনিয়নের বাতুয়াডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২০১৭ সালের প্রাথমিক শিক্ষা সমাপনি পরীক্ষায় ৬ বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। ৯ এপ্রিল বেলা ১ টায় বাতুয়াডাঙ্গা প্রাথমিক বিদ্যালয়ের হল রুমে সংবর্ধনা অনুষ্ঠান প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা অফিসার আব্দুল হাকিম। বিদ্যালয়ের এম এম সি সভাপতি বিশ্বনাথ ঘোষের সভাপতিত্বে ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহীদল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন তারালী ইউপি চেয়ারম্যান এনামুল হোসেন ছোট, ইউআরসি ইন্সেটেক্টর মাহবুবুর রহমান, কালিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু, তারালী ইউপি সদস্য বাবুল আক্তর ও বাবলুর রহামন, অভিভাবক হরিদাস সরকার, ওমর ফারুক বিশ্বাস, প্রেসক্লাবের তথ্য ও সাংস্কৃতিক সম্পাদক এস এম আহম্মাদ উল্যাহ বাচ্ছু, সদস্য শেখ মোদাচ্ছের হোসেন জান্টু, কালিগঞ্জ অনলাইন রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক আতিকুর রহমান প্রমুখ। বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থী ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে ফরহাদ ইসলাম, মোঃ রাকিব ইমরান, ফারজানা খাতুন। সাধারণ বিভাগে সুরাইয়া ইয়াসমিন রশনি, সুমাইয়া পারভীন ও আব্দুর রহমান। শিক্ষার্থীদের সম্মাননা ক্রেস্ট ও কলম প্রদান করা হয়। বাতুয়াডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়টি ১৯৫৪ সালে প্রতিষ্ঠিত হয়। ১৯৬৮ সালে প্রথমে এই বিদ্যালয় থেকে বৃত্তি পায়। ২০১১ থেকে ২০১৭ সাল পর্যন্ত ৫১ জন এপ্লাস বৃত্তি পেয়েছে। বিদ্যালয়টিতে সুপেও পানি, স্কুল ভবন, বারান্ডার গ্রীল ও স্কুল প্রাচীর নির্মাণের দাবি করেন। অনুষ্ঠানে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য, অভিভাবক, সাংবাদিক, সহকারী শিক্ষা অফিসারবৃন্দ, শিক্ষক ও ছাত্র-ছাত্রী উপস্থিত ছিলেন।
Please follow and like us: