অর্ধমৃত জেলা পরিষদের গাছ কর্তনের দাবি
শহর প্রতিনিধি :
ব্রহ্মরাজপুরে ব্যবসায়ীক প্রতিষ্ঠানের সামনে থেকে অর্ধমৃত জেলা পরিষদের গাছ কর্তনে জন্য চেয়রম্যান বরাবর লিখিত আবেদন করেছেন ব্যবসায়ী প্রভাষ অধিকারী।
আবেদন তিনি বলেন, তার ক্রয়কৃত ব্যবসায়ীক প্রতিষ্ঠানের সামনে জেলা পরিষদের বহু পুরাতন একটি চটকা গাছ রয়েছে। গাছটি বহু পুরাতন হওয়ার কারনে বর্তমানে সে প্রায় অর্ধমৃত। গাছের ডালের ভারে টলমল করছে। যে কোন সময় গাছটি অথবা গাছের কোন ডাল ভেঙে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। যে কারণে গাছটি দ্রুত কর্তনের জন্য জেলা পরিষদের চেয়ারম্যানের আশু হস্থক্ষেপ কামনা করেছেন তিনি।
Please follow and like us: