কালিগঞ্জে কর্মসৃজন প্রকল্পের কাজের উদ্বোধন
নলতা প্রতিনিধি :
কালিগঞ্জ উপজেলার মৌতলা ইউনিয়নের অতিদরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচি (ইজিপিপি) ৪০ দিনের প্রকল্পের কাজের উদ্বোধন করেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও মৌতলা ইউপি চেয়ারম্যান সাঈদ মেহেদী। রবিবার সকাল ৭ টায় শ্রমিকদের সাথে কাজ করার মাধ্যমে কাজের উদ্বোধন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন ইউপি সদস্য ফেরদাউস মোড়ল, মুন্সী মশিউর রহমান পলাশ, খলিলুর রহমান, কাজী হাফিজ উদ্দীন বাবুসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। মৌতলা ইউনিয়নের জলাবদ্ধতা দূরীকরণের জন্য ৪০ দিনের প্রকল্পের মাধ্যমে পিরোজপুর টু মৌতলার খালটি পূণ: খনন করা হচ্ছে। খালটি পূণ: খনন করে খালটিকে দৃশ্যমান করার জন্য মৌতলা ইউনিয়ন পরিষদ কাজ করে যাচ্ছে। খালটি সম্পূর্ণ ভাবে খনন করতে পারলে মৌতলা ইউনিয়ন আগামী বর্ষা মৌসুমে জলাবদ্ধতা থেকে বাঁচতে পারবে বলে উপস্থিত সকলেই আশাবাদী।
Please follow and like us: