কলারোয়া প্রিমিয়ার ছাত্র সংঘ’র প্রতিষ্ঠাবার্ষিকী মঙ্গলবার
কলারোয়া প্রতিনিধি :
সাতক্ষীরার কলারোয়ার ব্যতিক্রমধর্মী সেবামূলক অরাজনৈতিক ছাত্র সংগঠন ‘কলারোয়া প্রিমিয়ার ছাত্র সংঘ’র দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী আগামী মঙ্গলবার। ১০ এপ্রিল প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নানা কর্মসূচি হাতে নিয়েছে সংগঠনটি। যারমধ্যে রয়েছে সকাল ১১টায় জন্মদিনের কেক কাটা, র্যালি ও আলোচনা সভা।
কলারোয়া উপজেলা অডিটোরিয়ামে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন উপজেলা নির্বাহী অফিসার মনিরা পারভীন। সংগঠনের উপদেষ্টা বেত্রবতী হাইস্কুলের প্রধান শিক্ষক সাংবাদিক রাশেদুল হাসান কামরুলের সভাপতিত্বে ওই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কলারোয়া থানার অফিসার ইনচার্জ বিপ্লব দেবনাথ, কলারোয়া সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর আলহাজ্ব আবু নসর, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবদুল হামিদ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা শেখ ফারুক হোসেন, পল্লী দারিদ্র বিমোচন কর্মকর্তা মুনকাসিম বিল্লাহ, সংগঠনের উপদেষ্টা ইউপি চেয়ারম্যান মাস্টার নুরুল ইসলাম, উপদেষ্টা আমানুল্লাহ আমান, উপদেষ্টা ফরিদুজ্জামান ফরিদসহ সংগঠনের নেতৃবৃন্দ। সমাজের হতদরিদ্র, অসহায় মানুষের পাশে দাড়ানোর প্রত্যয় নিয়ে কলারোয়ার ঝিকরা গ্রামের মালেশিয়া প্রবাসী তরুণ সমাজকর্মী আফজাল ফুয়াদ অভি এ সংগঠনটি দু’বছর আগে প্রতিষ্ঠা করেন।
Please follow and like us: