সুন্দরবনে অভয়ারণ্য এলাকায় জেলেদের অবাদ বিচরণ কর্তৃপক্ষ নীরব
শ্যামনগর প্রতিনিধি :
সুন্দরবন পশ্চিম বনবিভাগের সাতক্ষীরা রেঞ্জের অধীনস্থ নোটাবেকী ও দোবেকী সহ বিভিন্ন অভায়রন্য (নিষিদ্ধ) এলাকায় হরিণ, কাঠ, মাছ ও কাঁকড়া আহরণ অব্যাহত রয়েছে। অথচ বনবিভাগের অসাধু কর্মকর্তারা অজ্ঞাত কারণে নীরব ভূমিকা পালন করছে। নাম প্রকাশে অনিচ্ছুক সুন্দরবন থেকে ফিরে আসা জেলে বাওয়ালীরা জানান, সুন্দরবনের নিষিদ্ধ এলাকা গুলোতে মাছ, কাঁকড়া সহ বিভিন্ন প্রাণীর প্রজনন এলাকা হওয়ায় ওই এলাকায় জেলেদের অনুপ্রবেশ সরকারী ভাবে সম্পূর্ণ নিষিদ্ধ রয়েছে। ওই এলাকা নিষিদ্ধ থাকার কারণে প্রচুর পরিমাণ মাছ, কাঁকড়া মূল্যবান কাঠ ও মায়াবী হরিণ পাওয়া যায়। যার কারণে অসাধু জেলে বাওয়ালীরা সংশ্লিষ্ট বন কর্মচারীদের সাথে গোন প্রতি ৩/৪ হাজার টাকা চুক্তিতে নিষিদ্ধ এলাকায় সুযোগ করে দেন। যে সমস্ত জেলে বাওয়ালীরা অসাধু বন কর্মচারীদের নির্ধারিত টাকা দিতে না পারায় তাদেরকে আটক পূর্বক বন মামলা দেওয়া হয়।
এঘটনায় সাতক্ষীরা সহকারী বন সংরক্ষক রফিক আহম্মেদ এর সাথে মোবাইলে কথা হলে তিনি বলেন, আমি দায়িত্বভার গ্রহণ করার পর আমার অধীনস্থ সকল সদস্যকে নির্দেশ দিয়েছি কোন প্রকার অনিয়ম চলবে না। আমার স্মার্টপেট্টোল টিম দায়িত্ব পালন করছেন এরপরেও আমি নিজে মাঝে মাঝে অভিযানে যাচ্ছি। যারা অভায়রন্য এলাকায় জেলে বাওয়ালীদের অবাধ বিচরণ করছেন এটা সঠিক না।
Please follow and like us: