সাতক্ষীরা জেলা বিএনপির কর্মী সভা অনুষ্ঠিত
শহর প্রতিনিধি :
বর্তমান পরিস্থিতিতে দলের করণীয় নির্ধারণে সাতক্ষীরায় কর্মী সভা করেছে জেলা বিএনপি।
আজ শনিবার দুপুর ১২টায় সাতক্ষীরা শহরের কাটিয়ায় জেলা বিএনপির সভাপতির বাসভবনে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় জেলা বিএনপির সভাপতি রহমাতুল্লাহ পলাশের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় সহ-সভাপতি অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী।
বক্তব্য রাখেন, সাবেক সংসদ সদস্য কাজী আলাউদ্দিন, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ডা.শহীদুল আলম, জেলা বিএনপির সাধারণ সম্পাদক তারিকুল হাসান, সাংগঠনিক সম্পাদক ও পৌর মেয়র তাজকিন আহমেদ চিশতি, মহিলা দলের নেত্রী বিউটি আক্তার প্রমুখ।
এ সময় বক্তারা বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি দাবি করে বর্তমান সরকারকে স্বৈরাচার উল্লেখ করে বলেন, বিএনপির কর্মীদের উপর সরকার যে অত্যাচার-নির্যাতন চালাচ্ছে তা চরম মাত্রা ধারণ করেছে। তারপরও বিএনপির কর্মীরা পিছপা হবে না। ধয্য সহকারে বর্তমান পরিস্থিতি মোকাবেলা করে বিএনপির দেওয়া সকল আন্দোলন সংগ্রামে রাজপথে থাকার আহবান জানান সিনিয়র নেতারা। সভায় জেলা বিএনপির বিএনপির সকল সহযোগী ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন।
Please follow and like us: