শ্যামনগর দেবীপুর কমিউনিটি ক্লিনিকে ইন্টারফেস সভা ও সংবর্ধনা অনুষ্ঠান
শ্যামনগর প্রতিনিধি :
শ্যামনগর উপজেলার দেবীপুর কমিউনিটি ক্লিনিকে সুশীলনের বাস্তবায়নে ইউএসএইডের অর্থায়নে নবযাত্রা প্রকল্পের আওতায় আজ সকাল সাড়ে ১০টায় ইন্টারফেইস সভা অনুষ্ঠিত হয়। ক্লিনিক সভাপতি শেখ মাসুদুর রহমানের এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন শ্যামনগর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পিপি এ্যাড.এস.এম জহুরুল হায়দার বাবু। প্রধান অতিথি বক্তব্যে বলেন দেবীপুর কমিউনিটি ক্লিনিক এখন জেলার মধ্যে মডেল ক্লিনিক। তিনি ক্লিনিক চত্ত্বরের মাটি ভরাট, প্রাচীর নির্মাণ, রোগীদের জন্য সিলিং ফ্যানের ব্যবস্থা সহ অন্যান্য সহায়তার আশ্বাস প্রদান করেন। সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ আব্দুল গফুর, নওয়াবেঁকী মহাবিদ্যালয়ের অধ্যক্ষ মোঃ জুলফিকার আল মেহেদী লিটন, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ শাকির হোসেন, নকশীকাঁথার পরিচালক চন্দ্রিকা ব্যানার্জী প্রমুখ। ক্লিনিকের সিএইচসিপি অনিরুদ্ধ কর্মকারের পরিচালনায় সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন নবযাত্রা প্রকল্পের ম্যানেজার মোঃ রফিকুল ইসলাম, কোঅর্ডিনেটর মোঃ মোজাহারুল ইসলাম, এসএইচও ঠাকুর পদ ঢালী, সুশীলনের টিও আরিফ হোসেন, নবাযাত্রা প্রকল্পের টেকনিক্যাল অফিসার কামাল হোসেন শেখ, এসএও শাহজালাল, ওয়াল্ড ভিশনের কর্মকর্তা শিরিন সুলতানা, অমিত কুমার প্রমুখ। অনুষ্ঠানে এ্যাড. এস.এম জহুরুল হায়দার বাবুকে সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসাবে অভিষিক্ত হওয়ার ২ বছর পূর্তি উপলক্ষে দেবীপুর ক্লিনিকের পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করা হয়।
Please follow and like us: