শ্যামনগরে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত
শ্যামনগর প্রতিনিধি :
‘সর্বজনীন স্বাস্থ্য সুরক্ষা, সবার জন্য সর্বত্র’ এ প্রতিপাদ্যের আলোকে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে এবং নবযাত্রা প্রকল্প ওয়ার্ল্ড ভিশন এর সার্বিক সহযোগিতায় বিশ্ব স্বাস্থ্য দিবস-২০১৮ পালিত হয়েছে। এ উপলক্ষে আজ শনিবার সকাল ১০টায় উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডাঃ মোঃ আব্দুল গফুরের নেতৃত্বে বর্ণাঢ্য র্যালী শহরের ভিন্ন ভিন্ন সড়ক ঘুরে স্বাস্থ্য কমপ্লেক্স হলরুমে এক আলোচনা সভায় মিলিত হয়। উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর বিকাশ পালের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডাঃ মোঃ আব্দুল গফুরের বিশেষ অতিথি ছিলেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাহিদ সুমন, কার্ত্তিক চন্দ্র, স্বাস্থ্য পরিদর্শক, নিরঞ্জন বর্মণ, এমসিএইচএস কর্মকর্তা, ওয়ার্ল্ড ভিশন, আমসমুর্ম জিজি কর্মকর্তা ওয়াল্ড ভিশন ও জিয়াউর রহমান ওয়াল্ড ভিশন। এসময়ে সংশ্লিষ্ট সকল কর্মকর্তা কর্মচারী, গণমাধ্যম কর্মী অনুষ্টানে উপস্থিত ছিলেন।
Please follow and like us: