শ্যামনগরে ক্রিকেট ম্যাচে উপজেলা প্রশাসন জয়ী
শ্যামনগর প্রতিনিধি :
শ্যামনগর উপজেলা প্রশাসনের আয়োজনে আজ ৭ এপ্রিল সরকারী মহসীন ডিগ্রী কলেজ মাঠে উপজেলা প্রশাসন একাদশ ও উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতি একাদশের মধ্যে টি-২০ ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়। “মাদককে না বলুন, ক্রীড়াকে হ্যাঁ বলুন”- এ প্রতিপাদ্যকে সামনে রেখে এ ক্রিকেট ম্যাচের আয়োজন। উত্তেজনাপূর্ণ টি-২০ ক্রিকেট ম্যাচে উপজেলা প্রশাসন একাদশ ৩ রানে জয় লাভ করে। বিজয়ী দলের সুজন সরকার (সহকারী কমিশনার ভূমি) চৌকোষ নৈপুণ্য দেখিয়ে শ্রেষ্ঠ খেলোয়াড় বিবেচিত হন। খেলা শেষে বিজয়ী উপজেলা প্রশাসন একাদশের অধিনায়ক উপজেলা নির্বাহী অফিসার মোঃ কামরুজ্জামান ও শিক্ষক সমিতি একাদশের অধিনায়ক প্রধান শিক্ষক কৃষ্ণান্দ মুখার্জীর হাতে পুরষ্কার তুলে দেন শ্যামনগর উপজেলা প্রেসক্লাব- দৈনিক শ্যামনগর টাইমস পত্রিকার প্রধান উপদেষ্টা প্রকৌশলী শেখ আফজালুর রহমান ও উপজেলা প্রেসক্লাব সভাপতি জি এম আকবর কবীর।
অ্যাম্পিয়ারের দায়িত্ব পালন করেন আশরাফুল হুদা মনির ও পলাশ। খেলার ধারা বিবরণীতে ছিলেন শেখ আফজাল ও মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার মিনা হাবিবুর রহমান।
Please follow and like us: