বাগেরহাটে বেতাগায় ১৬৫০ শিক্ষার্থীর মাঝে স্কুল ড্রেস বিতরণ
এস.এম. সাইফুল ইসলাম কবির,বাগেরহাট :
বাগেরহাটের ফকিরহাট উপজেলার মডেল বেতাগা ইউনিয়ন পরিষদের উদ্যোগে ১৬৫০জন শিক্ষার্থীদের মাঝে স্কুল ড্রেস বিতরণ অনুষ্ঠান গতকাল শনিবার সকাল ১১টায় ইউনিয়ন পরিষদ চত্বরে অনুষ্ঠিত হয়েছে। টেসকো ইন্টারন্যাশনাল সোর্সিং বাংলাদেশ এর অর্থায়নে ও ইউনিয়ন পরিষদ এর আয়োজনে অনুষ্ঠিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন,স্বশাসিত ইউনিয়ন পরিষদ এ্যাডভোকেসি গ্রুপ অব বাংলাদেশ এর প্রেসিডেন্ট ও বেতাগা ইউপি চেয়ারম্যান স্বপন দাশ। মৎস্য ও কৃষি সংক্রান্ত স্থায়ী কমিটির সভাপতি মোঃ ইউনুস আলী শেখ এর সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন, খুলনা বিশ্ববিদ্যালয়ের সহকারী রেজিস্টার মোঃ সোহরাব হোসেন। এসময় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন, শিক্ষা ও স্বাস্থ্য সংক্রান্ত স্থায়ী কমিটির সভাপতি শিক্ষক প্রদ্যুৎ কুমার দাশ, মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি নিখিল চন্দ্র দাশ, সাধারণ সম্পাদক মলিক আব্দুস সাত্তার, শিক্ষা সংক্রান্ত স্থায়ী কমিটির সভাপতি নির্মলেন্দ্র দেবনাথ, বেতাগা মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা আনোয়ারা বেগম, আট্টাকা মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ঠাকুরদাশ দাশ, ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা কল্পনা রানী দাশ, সিআইজি ফোরামের সাধারণ সম্পাদক মোঃ নাজমুল হুদা, ইউপি সদস্য অজয় কুমার দাশ, আব্দুর রাজ্জাক, জামাল উদ্দিন ফকির, সংরক্ষিত মহিলা সদস্যা সন্ধ্যা রানী দাশ ও মোসাঃ কামরুন্নাহার নীপা প্রমুখ। আয়োজিত অনুষ্ঠানে ৯টি সরকারী প্রাথমিক বিদ্যালয় ও ১টি আনন্দ নিকেতন প্রাথমিক বিদ্যালয়ের ১৬৫০জন শিক্ষার্থী-কে স্কুল ড্রেস বিতরণ করা হয়েছে। এসময় শিক্ষক সাংবাদিক জনপ্রতিনিধি ডাক্তার ও সুশীল সমাজের বিভিন্ন নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। শিক্ষা নিয়ে গড়ব দেশ, শেখ হাসিনার বাংলাদেশ এই প্রতিপাদ্য বিষয় নিয়ে এসব শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।
Please follow and like us: