তৃতীয় ইসু মিয়া স্মৃতি এ্যাথলেটিকস্ প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
শহর প্রতিনিধি :
সাতক্ষীরার সফল সংগঠক মরহুম মীর ইশরাক আলী ইসু মিয়া স্মৃতি তৃতীয় এ্যাথলেটিকস্ প্রতিযোগিতা-২০১৮ এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকালে সাতক্ষীরা স্টেডিয়ামে জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক এ.কে.এম আনিছুর রহমানের সভাপতিত্বে সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসু মিয়ার বড় ছেলে সাতক্ষীরা-০২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। এ সময় তিনি বলেন, ‘মরহুম মীর ইশরাক আলী ইসু মিয়া ছিলেন সফল সংগঠক ও জেলার সামগ্রীগ উন্নয়নের দিকপাল। মীর ইশরাক আলী ইসু মিয়া আজো তার কর্ম ও গুণের মাঝে মানুষের হৃদয়ে বেঁচে আছেন। তার স্মৃতিতে প্রতিবছর এ্যাথলেটিকস্ প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে। এ ধরনের আয়োজন জেলার ক্রীড়াঙ্গণে নতুনমাত্রা যোগ হবে।’
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মরহুম মীর ইশরাক আলী ইসু মিয়ার মেঝ ছেলে সাবেক জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মীর মাহমুদ হাসান লাকী, ছোট ছেলে মীর মহিতুল আলম মহি, মরহুম মীর ইশরাক আলী ইসু মিয়ার পৌত্র মীর তানজীর আহমেদ, জেলা ক্রীড়া অফিসার খালিদ জাহাঙ্গীর, জেলা মহিলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদিকা পৌর কাউন্সিলর ফারহা দীবা খান সাথী, সাহানা মহিদ, পৌর কাউন্সিলর অনিমা রাণী মন্ডল, জেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সাধারণ সম্পাদক তৈয়েব হাসান বাবু, কোষাধ্যক্ষ শাহ আলম হাসান শানু, নির্বাহী সদস্য সৈয়দ হায়দার আলী তোতা, সৈয়দ জয়নুল আবেদীন জসি, ইকবাল কবির খান বাপ্পি, মীর তাজুল ইসলাম রিপন, খন্দকার আরিফ হাসান প্রিন্স, হাফিজুর রহমান খান বিটু, রুহুল আমিন, শেখ মাসুদ আলী প্রমুখ। মরহুম মীর ইশরাক আলী ইসু মিয়া স্মৃতি তৃতীয় এ্যাথলেটিকস্ প্রতিযোগিতায় ৫০টি ইভেন্টে ২শ ৫০ জন প্রতিযোগি অংশ নেয়।
সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন শফিউল ইসলাম খান।