কেশবপুরে জামান ব্রিকসের ধোঁয়ার কারণে বোরো ধানের ব্যাপক ক্ষতি
এস আর সাঈদ,কেশবপুর :
যশোরের কেশবপুর পৌরসভার ভোগতি মৌজায় শহরতলী ঘেঁসে গড়ে উঠেছে জামান ব্রিকস নামে একটি ইটের ভাটা। ঐ ইটভাটার বৈধতা নিয়ে জনমনে ব্যাপক প্রশ্ন রয়েছে। চলতি বোরো মৌসুমে ইট ভাটার পাশেই প্রায় ২০ বিঘা জমি বোরো চাষের আওতায় নিয়ে আসে।
উপজেলা নির্বাহী অফিসার বরাবর লিখিত অভিযোগে জানাযায়, ইট ভাটার ধোঁয়ার কারণে উঠতি বোরো ধানের ব্যাপক ক্ষতি সাধিত হয়েছে। তারা ইট ভাটা মালিকের নিকট ক্ষতিপূরণ দাবী করলে ভাটা মালিক মমতাজ বেগম ক্ষতিপূরণ দিতে অপারকতা প্রকাশ করে। যার ফলে ২৫ জন জমির মালিক বাধ্য হয়ে উপজেলা নির্বাহী অফিসারের নিকট লিখিত অভিযোগ করেন। এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার মোঃ মিজানুর রহমান জানান, একটা লিখিত অভিযোগ পাওয়াগেছে এবং জরুরী ভিত্তিতে ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট বিভাগকে বলা হয়েছে।
Please follow and like us: