কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চলছে সীমাহিন দুর্নীতি
ভ্রাম্যমাণ প্রতিনিধি:
সাতক্ষীরা কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ চলছে সীমাহিন দুর্নীতি,চিকিসৎসা নিতে গেলে রোগীদের টেষ্ট করাতে হবে ডাক্তারদের পছন্দমত ডায়াগণষ্টিক সেন্টারে, করাতে না পারলে চিকিৎসা না করার অভিযোগ উঠেছে।
প্রত্যক্ষদর্শী উপজেলার মথুরেশপুর ইউনিয়নের মুকুন্দপুর গ্রামের আব্দুল খালেক এর স্ত্রী মাহফুজা খাতুন (৩৫) জানান অনেক দিন যাবৎ সে গলাগন্ড রোগে ভুগছে যার কারণে সে কারণে কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর মেডিকেল অফিসার ডা: জিয়াউর রহমানের কাছে চিকিৎসা নিতে গেলে তিনি টেষ্ট করানোর জন্য প্রেসক্রিপশন করে দিয়ে বলেন, টেষ্ট করার আগে আমার কাছে শুনে যাবেন,আমি যেখানে বলে দিবো সেই ডায়াগষ্টিক সেন্টারে যাবেন কিন্তু মাহফুজা খাতুন তার কথা না শুনে অন্য স্থান থেকে টেষ্ট করে ডা: জিয়াউর রহমানের কাছে টেষ্ট রিপোর্ট নিয়ে গেলে তার রিপোর্ট টি না দেখেই ফেলে দেয় এবং ডাক্তার বলেন যেখান থেকে টেষ্ট করিয়েছেন সেখানে যান আমি চিকিৎসা করাতে পারবো না।
এ ব্যাপারে ডা: জিয়াউর রহমানের কাছে জানতে চাইলে তিনি বিষয়টি সম্পর্কে অস্বীকার করেন এবং সে এই বিষয়ে কিছুই জানেন না বলে জানিয়েছেন।
এছাড়া সরেজমিনে গিয়ে আরও জানা যায় হাসাপাতালের এ্যাম্বুলেন্সটির অবস্থা খুবই করুণ তার হেড লাইট নেই। রাতের বেলা সেটা চলাচল করতে পারে না,এ্যাম্বুলেন্সের হর্ণ টা নষ্ট। এছাড়াও হাসপাতালের আশে পাশের পরিবেশ ও নোংরা ,হাসপাতারের মধ্যে দুর্গন্ধ।
সকাল সাড়ে ১১ টার সময় ও কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও প.প কর্মকর্তার রুম বন্ধ ছিলো,জরুরী বিভাগে কেউ ছিলো না,হাসপাতালের মধ্যে বিভিন্ন ঔষধ কোম্পানির লোকজনদের ব্যাপক আনাগোনা।
এ বিষয়ে কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও প.প কর্মকর্তা ডা: শেখ আকছেদুর রহমান বলেন,আমি বিষয় টি সম্পর্কে জানিনা । হাসপাতালের পরিবেশ সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, লোক সংখ্যা কম থাকার কারণে আমরা মানুষের প্রয়োজন মতো সেবা দিতে পারছিনা ।