কলারোয়ায় বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত
কলারোয়া প্রতিনিধি :
‘সার্বজনীন স্বাস্থ্য সুরক্ষা’ সবার জন্য সর্বত্র’ এই শীর্ষক স্লোগানকে সামনে রেখে শনিবার সকালে দিবসটি উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। কলারোয়া স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কমপ্লেক্স আয়োজিত অনুষ্ঠানে স্বাস্থ্য বিষয়ক সচেতনতার উপর গুরুত্বারোপ করা হয়।
কলারোয়া হাসপাতালের হলরুমে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার (টিএইসও) ডা. কামরুল ইসলাম। অনুষ্ঠানে ডা. গোপাল চন্দ্র, ডা.মেহের উল্লাহ, আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা.শফিকুল ইসলাম, স্বাস্থ্য পরিদর্শক (এইচআই) নূর মোহাম্মদ, সহকারী স্বাস্থ্য পরিদর্শক (এএইচআই) গোলাম সরোয়ার, ক্যাশিয়ার আবুল কালাম আজাদ, কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার (সিএইচসিপি) আবুল কালাম, আবু হাসান, আমিনুর রহমান, শেফালী খাতুন, জাহানারা খাতুন, নাজনিন নাহার সাথী, তাসলিমা খাতুনসহ হাসপাতালের নার্স (সেবিকা) ও স্বাস্থ্য কমপ্লেক্স সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানটি পরিচালনা করেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সেনেটারী অফিসার শফিকুল ইসলাম।
Please follow and like us: