কলকাতা টিভি’র বাংলাদেশ ব্যুরো’র নিজস্ব প্রতিনিধি হলেন সাতক্ষীরার তরিকুল ইসলাম লাভলু
তরিকুল ইসলাম লাভলু,নলতা :
এই প্রথম দুই বাংলার একমাত্র ২৪ ঘণ্টার সংবাদ ভিত্তিক স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল কলকাতা টিভিতে বাংলাদেশ ব্যুরো’র নিজস্ব প্রতিনিধি হিসেবে নিয়োগ পেয়েছেন সাতক্ষীরার তরিকুল ইসলাম লাভলু।
বিশিষ্ট সাংবাদিক ও আনন্দবাজার পত্রিকার প্রাক্তন কার্যনির্বাহী সম্পাদক সুমন চট্টোপাধ্যায় এবং বিশিষ্ট চিত্রাভিনেত্রী ও পরিচালিকা অপর্ণা সেন ২৪ ঘণ্টা সংবাদ ভিত্তিক স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল কলকাতা টিভি ২০০৬ সালে ‘এপার বাংলা এবং ওপার বাংলা’ দুই বাংলার খবর সম্প্রচার নিয়ে যাত্রা শুরু করেন।
গত ১লা এপ্রিল রবিবার কলকাতা টিভির বাংলাদেশ ব্যুরো’র নিজস্ব প্রতিনিধি হিসেবে পরিচয়পত্রসহ তার হাতে নানাবিধ কাগজপত্র তুলে দেন কলকাতা টিভি’র বাংলাদেশ ব্যুরো কর্তৃপক্ষ। মৈত্রী প্রীতি ও প্রত্যয়ের অঙ্গিকার নিয়ে দুই বাংলার নতুন সমীকরণ ২৪ ঘণ্টা সংবাদ ভিত্তিক জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন কলকাতা টিভিতে এখন প্রতি ঘণ্টায় নিয়মিত সম্প্রচার হচ্ছে বাংলাদেশে প্রতিদিন ঘটে যাওয়া সকল সংবাদ।
এছাড়াও তিনি জাতীয় দৈনিক আজকের সংবাদ এবং সাতক্ষীরা থেকে প্রকাশিত দৈনিক আজকের সাতক্ষীরা ও দৈনিক সাতনদী পত্রিকায় সংবাদ প্রতিনিধি হিসেবে কাজ করেছেন এবং কালিগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হিসেবে তিনি দায়িত্ব পালন করছেন।
Please follow and like us: