কেশবপুরে গড়ভাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত
এস আর সাঈদ, কেশবপুর :
যশোরের কেশবপুর উপজেলার গড়ভাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ের ২দিন ব্যাপী বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান গতকাল সম্পন্ন হয়েছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক লিয়াকত আলীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন যশোর জেলা পরিষদের সদস্য হাসান সাদেক।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন যশোর জেলা পরিষদের সদস্য সোহরাব হোসেন, কেশবপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস আর সাঈদ, পাঁজিয়া ইউপির সাবেক চেয়ারম্যান নিজাম উদ্দীন, বিদ্যালয় পরিচালনা পরিষদের সাবেক সভাপতি ইউপি সদস্য আব্দুল আহাদ আল বাহার ও সাবেক সভাপতি রেজাউল করিম। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক নাজমূল আলম ও সহকারী শিক্ষক আতিয়ার রহমান। অনুষ্ঠানে বয়াতি শাহাজাহান আলী ও সালমা সুলতানার পরিবেশনায় জারীগান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
Please follow and like us: