কলারোয়ায় মহিলাসহ ৫ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
কলারোয়া প্রতিনিধি:
কলারোয়ায় মাদক বিরোধী অভিযানে এক মহিলাসহ ৫ জনকে গ্রেপ্তার করেছে কলারোয়া থানা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ২৫ বোতল ফেনসিডিল, ১শ’৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
শুক্রবার(৬ এপ্রিল) এ গ্রেপ্তারের ঘটনা ঘটে।
গ্রেপ্তারকৃতরা হলেন, যশোরের কোতয়ালী থানার রায়পাড়া গ্রামের মৃত.মোহাম্মদ আলীর স্ত্রী আসমা খাতুন(৩০), দেবহাটা থানার ছুটিপুর গ্রামের আবু বক্কর গাজীর ছেলে রিংকু গাজী (২২),কলারোয়া উপজেলার রঘুনাথপুর গ্রামের ওমর আলী সরদারের ছেলে রাসেল হোসেন (২৩),একই গ্রামের মৃত সেলিমুল ইসলামের ছেলে মেহেদী হাসান(২২) ও দেয়াড়া মাঠপাড়া গ্রামের আব্দুল আহাদ খানের ছেলে ভুট্রো মিয়া (৩৫)।
কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিপ্লব কুমার নাথ আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার দিবাগত রাত ও সকালে পৃথক পৃথক অভিযানে ২৫ বোতল ফেনসিডিল, ১শ’৫০ গ্রাম গাঁজাসহ তাদেরকে গ্রেপ্তার করা হয়। এয়াড়া তাদের কাছ হতে ১৭ হাজার ৫০০ টাকা জব্দ করা হয়। তাদের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
Please follow and like us: