সাতক্ষীরায় বিএনপি-জামায়াতের ৬ নেতা-কর্মীসহ আটক-৭০
কামরুজ্জামান:
সাতক্ষীরা পুলিশের বিশেষ অভিযানে বিএনপি-জামায়াতের ৬ নেতা-কর্মীসহ ৭০ জন আটক করা হয়েছে। বুধবার সন্ধ্যা থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের ৭৩ পিচ ইয়াবা , ৪৬ বোতল ফেন্সিডিল ও ৪৩০ গ্রাম গাজা উদ্ধার করা হয় ।
আটককৃতদের মধ্যে-তালা থানার তেতুলিয়া ইউপি জামায়াতের সভাপতি মোঃ নাজমুল হোসেন সাকিবসহ ৫ জন জমায়াত এবং বিএনপির ১নেতা-কর্মী রয়েছে।
সাতক্ষীরা থানা থেকে ১৪ জন, কলারোয়া থানা থেকে ১০ জন, তালা থানা ৮ জন, কালিগঞ্জ থানা ১০ জন, শ্যামনগর থানা ১০ জন, আশাশুনি থানা ৯ জন, দেবহাটা থানা ৪ জন, পাটকেলঘাটা থানা পুলিশ ৫ জনকে আটক করেছে।
সাতক্ষীরা জেলা পুলিশের বিশেষ শাখার পরিদর্শক আজম খান তাদের আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, আটককৃতদের বিরুদ্ধে নাশকতা ও মাদকসহ বিভিন্ন অভিযোগে মামলা রয়েছে।আজ আদালতের মাধ্যমে তাদের কে জেল হাজতে পাঠানো হবে ।
Please follow and like us: