লাবসা ইমাদুল হক মাধ্যমিক বিদ্যালয়ে বিজ্ঞান মেলা ও কুইজ প্রতিযোগিতা
শহর প্রতিনিধি :
সদর উপজেলার লাবসা ইমাদুল হক মাধ্যমিক বিদ্যালয়ে বিজ্ঞান মেলা, কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকালে লাবসা স্কুলে অনুষ্ঠিত এ বিজ্ঞান মেলা ও কুইজ প্রতিযোগিতার আয়োজন করে অগ্রগতি সংস্থা। বিজ্ঞান মেলায় স্কুলের শিক্ষার্থীরা তাদের তৈরি বিভিন্ন প্রকল্প উপস্থাপন করেন। এসব প্রকল্প বিচার বিশ্লেষণ করে তাদেরকে পুরস্কার বিতরণ করা হয়। বিজ্ঞান মেলার প্রকল্প প্রদর্শনীর পর অনুষ্ঠিত হয় কুইজ প্রতিযোগিতা। কুইজ প্রতিযোগিতায় ১০জন শিক্ষার্থীকে পুরস্কার প্রদান করা হয়। বিজ্ঞান ও কুইজ প্রতিযোগিতার বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অত্র স্কুলের প্রধান শিক্ষক মো. শফিকুল ইসলাম।
এসময় উপস্থিত ছিলেন, বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক সোহরাব হোসাইন, সিনিয়র শিক্ষক গোলাম মোস্তফা, আজহারুল ইসলাম, আমিমুল ইহসান শামিম, মো. শফিকুল ইসলাম, আরিফ হোসেন সাগর, মো. শাহিন হোসেন প্রমুখ।
সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন অগ্রগতি সংস্থার সহকারী প্রকল্প সমন্বয়কারী সাইদুর রহমান।