মাশরাফির যে রেকর্ডে ভাগ বসালেন সৌম্য

 স্পোর্টস ডেস্ক:
বাংলাদেশ জাতীয় দলের হয়ে গত কয়েক বছর থেকেই নিজেকে মেলে ধরতে পারছেন না বাঁহাতি ওপেনার সৌম্য সরকার। প্রিমিয়ার লিগেও তার ব্যাটে তেমন একটা রান নেই। তবে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেটে দলের গুরুত্বপূর্ণ সময় জ্বলে উঠলো তার ব্যাট।
বুধবার বিকেএপিতে রেলিগেশন লিগের ডু অর ডাই ম্যাচে খেললেন ১৫৪ রানের দুর্দান্ত এক ইনিংস। এদিন ছক্কার বৃষ্টি নামিয়ে আনেন বাঁহাতি এই ওপেনার। যা মাশরাফি বিন মুর্তজার ১১ ছক্কার রেকর্ডে ভাগ বসালেন সৌম্য।
ঢাকা প্রিমিয়ার লিগে রেলিগেশন এড়ানোর লড়াইয়ে বুধবার বিকেএসপিতে অগ্রনী ব্যাংকের হয়ে ব্রাদার্স ইউনিয়নের বিপক্ষে ১২৭ বলে ১৫৪ রানের বিধ্বংসী ইনিংস খেলেছেন সৌম্য। এই ইনিংসের পথেই ৯টি চারের পাশে মেরেছেন ১১টি ছক্কা।
২০১৬ সালে কলাবাগান ক্রীড়া চক্রের হয়ে ফতুল্লায় শেখ জামাল ধানমণ্ডি ক্লাবের বিপক্ষে ১১ ছক্কার রেকর্ড গড়েছিলেন মাশরাফি। সেদিন ৫১ বলে ১০৪ রান করেছিলেন মাশরাফি। তার ৫০ বলে সেঞ্চুরি লিস্ট ‘এ’ ক্রিকেটে বাংলাদেশের দ্রুততম।
সৌম্যর সুযোগ ছিল ছক্কার রেকর্ডে মাশরাফিকে ছাড়িয়ে যাওয়ার। সোহরাওয়াদী শুভকে এক ওভারে দুটি ছক্কায় যখন ছুঁলেন মাশরাফিকে, তখনও বাকি ৫ ওভারের বেশি। কিন্তু আউট হয়ে যান ৪৬তম ওভারে।
ছক্কার রেকর্ড এককভাবে নিজের করে নিতে না পারলেও একটা জায়গায় সৌম্য ছাড়িয়ে গেছেন নিজেকে। স্বীকৃত ক্রিকেটে এই প্রথমবার স্বাদ পেলেন দেড়শ রানের ইনিংসের। লিস্ট ‘এ’ ক্রিকেটে আগে সেঞ্চুরি ছিল মাত্র দুটি, যাতে সর্বোচ্চ ছিল ১২৭। প্রথম শ্রেণির ক্রিকেটে একমাত্র সেঞ্চুরিতেও সর্বোচ্চ ১২৭।
‘লিস্ট এ’ তে এতদিন এক ইনিংসে সর্বোচ্চ ১১ টি ছয় মারার রেকর্ডটি আছে মাশরাফি বিন মুর্তুজার দখলে। এবার অগ্রনী ব্যাংকের হয়ে ১১ টি ছক্কা হাঁকিয়ে মাশরাফির রেকর্ডে ভাগ বসালেন বাঁহাতি ব্যাটসম্যান সৌম্য।
ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগে (ডিপিএল) পরবর্তী মৌসুমে অংশগ্রহণের জন্য আজকের ম্যাচে জয় টা দুই দলের জন্যই খুব গুরুত্বপূর্ণ। আর দলের এই কঠিন মুহূর্তেই জ্বলে উঠেন সৌম্য। ৬৭ বলে প্রথমে তুলে নেন অর্ধশতক। এরপর সেঞ্চুরি করতে খেলেন ১০৭ টি বল। আর শেষের দিকে মাত্র ১৮ বলেই নেন দ্বিতীয় অর্ধশতক।
এ ম্যাচের আগে ঘরোয়া ওয়ানডে প্রতিযোগিতায় ৯৩ ম্যাচে সৌম্য সরকার করেন ২৬০৬ রান। তার সঙ্গে ছিল ১৬টি হাফ-সেঞ্চুরি এবং দুইটি সেঞ্চুরি। এরপর থেকেই রান খরায় ভুগছিলেন তিনি। বুধবার সব অপেক্ষা শেষ করে আবারও সেঞ্চুরি হাঁকালেন এই ওপেনার।
Please follow and like us:
fb-share-icon
Tweet 20

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social media & sharing icons powered by UltimatelySocial
error

Enjoy this blog? Please spread the word :)