ডা: আরিফ এর অপসারনের দাবি জানিয়েছে সাতক্ষীরা জেলা ভূমিহীন ঐক্য পরিষদ
শহর প্রতিনিধি:
সাতক্ষীরা জেলা ভূমিহীন ঐক্য পরিষদের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকালে গড়েরকান্দা ভূমিহীন পল্লীতে এ সভা অনুষ্ঠিত হয়।
সাতক্ষীরা জেলা ভূমিহীন ঐক্য পরিষদের সভাপতি কওছার আলীর সভাপতিত্বে এবং সংগঠনের সাধারণ সম্পাদক আব্দুস সামাদের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন সংগঠনের সহ-সভাপতি কাজী আজাদুর রশিদ বুলবুল, আব্দুস ছাত্তার, মোঃ আবিদার রহমান, জেলা ভূমিহীন ঐক্য পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মফিজুর রহমান, মোঃ বাবলু হাসান, সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম, মানোবাধিকার কর্মী জিয়াউর রহমান, মনিরুজ্জামান টুটুল, নারী নেত্রী সালমা, মর্জিনা খাতুন, সুফিয়া খাতুন, ভাদ্ররি বিবি প্রমূখ।
বক্তারা বলেন, সাতক্ষীরা মেডিকেল হাসপাতালের ডাক্তার আরিফের নামে রয়েছে বিভিন্ন অভিযোগ। তার কাছে গেলে তিনি বলেন, আমি গরিবের ডাক্তার না। হাসপাতালের মেশিন ভালনা, ডক্টরস ল্যাব থেকে পরিক্ষা নিরীক্ষা করিয়ে আনেন। এছাড়া রোগীদের সাথে অসৎ আচরণের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। সাতক্ষীরা মেডিকেলে তার কিছু দালাল আছে। তাদের মাধ্যমে প্রাইভেট ক্লিনিকে রোগীকে দেখাবার জন্য পাঠিয়ে দেন তিনি।
অবিলম্বে ডা: আরিফের বিরুদ্ধে তদন্তের মাধ্যমে অপসারনের দাবি জানিয়ে তারা আরো বলেন, সাতক্ষীরাবাসীর প্রাণের দাবি ছিল সাতক্ষীরা মেডিকেল হাসপাতাল। আমরা চাই না এটি ধ্বংস হোক। আমাদের রক্তের বিনিময়ে হলেও আমরা এটি রক্ষা করবো। সাতক্ষীরা জেলা মেডিকেল হাসপাতালের ডা: আরিফ এর অপসারণ করা না হলে কঠোর আন্দোলন করা হবে।
দৈনিক সাতক্ষীরা/জেড এইচ
Please follow and like us: