কালিগঞ্জ উপজেলায় সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতা সম্পন্ন
কালিগঞ্জ প্রতিনিধিঃ
কালিগঞ্জ উপজেলায় সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতা ২০১৮ অনুষ্ঠিত হয়েছে। কালিগঞ্জ উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে গত মঙ্গলবার কালিগঞ্জ পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম মাঈন উদ্দিন হাসানের সভাপতিত্বে ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আজিজুর রহমান কিরণের সঞ্চালনায় দিনব্যাপী উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান হতে ৬ষ্ট ও দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীরা ভাষা ও সাহিত্য, দৈনন্দিন বিজ্ঞান, গণিত ও কম্পিউটার এবং বাংলাদেশ স্টাডিজ ও মুক্তিযোদ্ধা বিষয়ের উপর শিক্ষার্থীরা প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। ভাষা ও সাহিত্যে স্কুল পর্যায়ে কালিগঞ্জ মডেল মাধ্যমিক বিদ্যালয়ের ৮ম শ্রেণীর ছাত্রী শারমিন আক্তার ইষা, তারালী মাধ্যমিক বিদ্যালয়ের ১০ শ্রেণীর ছাত্র আকিবুল হক ও কলেজ পর্যায়ের ডিআরএম আইডিয়াল কলেজের একাদশ শ্রেণীর ছাত্রী সুচিত্রা রানী কর্মকার। দৈনন্দিন বিজ্ঞান বিষয়ে স্কুল পর্যায়ে শ্রীকলা আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের ৮ শ্রেণীর ছাত্র টিএম অরিফিন, নলতা মাধ্যমিক বিদ্যালয়ের ৯ম শ্রেণীর ছাত্র সাকিবুর রহমান, কলেজ পর্যায়ে শিমু রেজা এমপি কলেজের একাদশ শ্রেণীর ছাত্র সন্দিপ দাশ, গণিত ও কম্পিউটার বিষয়ে কালিগঞ্জ পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়ের ৮ম শ্রেণীর ছাত্রী শারমিন আহমেদ ইষা, কালিগঞ্জ পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ৯ম শ্রেণীর ছাত্রী তৃষা সরকার, কলেজ পর্যায়ে ডিআরএম কলেজের একাদশ শ্রেণীর ছাত্র চন্দন বিশ্বাস, বাংলাদেশ স্টাডিজ ও মুক্তিযোদ্ধা বিষয়ে উকশা মাধ্যমিক বিদ্যালয়ের ৮ম শ্রেণীর ছাত্র আবু ইছা, রতনপুর টিএন বিদ্যাপীঠের ১০ শ্রেণীর ছাত্র মুসফিকুর রহমান ও কালিগঞ্জ কলেজের একাদশ শ্রেণীর ছাত্র সাদমান সাদিক খান। উল্লেখ্য উপজেলা পর্যায়ের বিজয়ীরা জেলা পর্যায়ে অংশ গ্রহণ করবে।
Please follow and like us: