কলারোয়া বেত্রবতী হাইস্কুলে বিশ্ব অটিজম দিবস উপলক্ষে নীল বাতি প্রজ্বলন
কলারোয়া প্রতিনিধি :
সাতক্ষীরার কলারোয়া বেত্রবতী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে বিশ্ব অটিজম দিবস উপলক্ষে নীল বাতি প্রজ্বলন করা হয়েছে। অটিজম সচেতনতা বৃদ্ধির লক্ষে বৃহস্পতিবার বিদ্যালয় চত্বরে ছাত্র-ছাত্রীদের সমাবেশে নীল বাতি প্রজ্বলনের উদ্বোধন করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাংবাদিক রাশেদুল হাসান কামরুল। এ সময় তিনি উপস্থিত কোমলমতি শিক্ষার্থীসহ সবাইকে সমাজের অটিস্টিক শিশুদের প্রতি সহানুভূতিশীল আচরণ করার আহবান জানান। তাদের প্রতি সহমর্মিতা প্রকাশের কথা বলেন তিনি।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী শিক্ষক আব্দুদ দাইয়ান, আবু বকর ছিদ্দীক, মশিউর রহমান, নাছরিন সুলতানা, আনারুল ইসলাম, তজিবুর রহমান, সাইফুল আলম, জাকিয়া পারভীন, সমীর কুমার সরকার, রীনা রাণী পাল, দেবাশীষ সরদার, ন্যাশনাল সার্ভিস এর সুফলভোগী আসমা খাতুন, আমিরুল ইসলাম, ফারুক হোসেন প্রমুখ।
উল্লেখ্য, বুধবার সারা দেশে পালিত হয় বিশ্ব অটিজম দিবস। যার ধারাবাহিকতায় সরকার প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে নীল বাতি জ্বালিয়ে দিবসটি পালনের কথা বলেন।
Please follow and like us: