ইউটিউব সদর দপ্তরে গোলাগুলি, ‘হামলাকারী’ নারী নিহত
অনলাইন ডেস্ক:
বিশ্বের সবচেয়ে বড় ভিডিও শেয়ারিং ওয়েবসাইট ইউটিউবের মার্কিন যুক্তরাষ্ট্রের সদর দপ্তরে গোলাগুলির ঘটনা ঘটেছে।
ধারণা করা হচ্ছে, এতে সন্দেহভাজন একজন নারী বন্দুক নিয়ে হামলা চালায়। পরে ওই নারী বন্দুকধারীকে নিহত অবস্থায় পাওয়া যায়।। সে নিজের গুলিতেই মারা গেছে বলে পুলিশ বলছে।
গুলিতে অন্তত তিনজন আহত হয়েছে। তাদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে কী কারণে এ হামলার ঘটনা ঘটেছে, তা এখন পর্যন্ত নিশ্চিত করতে পারেনি পুলিশ।
ইউটিউবের স্বত্বাধিকারী প্রতিষ্ঠান গুগল জানিয়েছে, সান ব্রুনো কার্যালয়ে হঠাৎ করেই ওই নারী বন্দুক নিয়ে হামলা চালায়। গোলাগুলির শব্দ শুনে প্রতিষ্ঠানটির কর্মীরা দিগ্বিদিক পালাতে শুরু করে। এরপর পুলিশ সদর দপ্তরের চারদিকে অবস্থান নেয়।
ইউটিউব কার্যালয় ঘিরে বেশ কয়েকটি অ্যাম্বুলেন্স যেতে দেখা গেছে। ভবন থেকে মানুষকে সরিয়ে নেওয়া হচ্ছে। মানুষকে ওই এলাকা থেকে দূরে থাকার পরামর্শ দিয়েছে পুলিশ। ভবন থেকে দ্রুত পালাতে গিয়েও অনেকে আহত হয়েছে বলেও বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
ইউটিউব কর্তৃপক্ষ জানিয়েছে, তাদের এই প্রতিষ্ঠানের সদর দপ্তরে প্রায় এক হাজার ৭০০ কর্মী কাজ করেন।
Please follow and like us: