আশাশুনিতে এইচএসসি পরীক্ষায় বহিস্কার-১ ॥ এক কক্ষ পরিদর্শককে অব্যাহতি
আশাশুনি প্রতিনিধি :
আশাশুনিতে এইচএসসি পরীক্ষা চলাকালে অসদুপায় অবলম্বনের দায়ে এক পরীক্ষার্থীকে বহিস্কার ও এক কক্ষ পরিদর্শককে দায়িত্ব থেকে অব্যাহতি প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার পরীক্ষার ৩য় দিনে এ ঘটনা ঘটে।
উপজেলার দরগাহপুর কলেজিয়েট স্কুল কেন্দ্রে অসদুপায় অবলম্বনের দায়ে শালিখা কলেজের পরীক্ষার্থী শিমুল সরদারকে (রোল- ৬৬৪০০৩) বহিস্কার করা হয়। একই কেন্দ্রে দরগাহপুর কলেঃ স্কুলের এক ক্যাজুয়াল পরীক্ষার্থী তার এ্যাডমিট কার্ডে বাংলা লেখা থাকলেও ইংরেজি পরীক্ষা দিতে আসায় তাকে হল থেকে বের করে দেওয়া হয়। অপর দিকে আশাশুনি সরকারি কলেজে পরীক্ষা চলাকালে একটি কক্ষে (যেখানে আশাশুনি মহিলা কলেজের পরীক্ষার্থীরা ছিল) কক্ষ পরিদর্শক কর্তৃক অশ্লীল ভাষায় কথাবার্তা বলা, কথা কাটাকাটি করা, উত্তর পত্রের উত্তর কলম দিয়ে কেটে দেওয়ার চাপ প্রয়োগ করাসহ বিভিন্ন অভিযোগ পাওয়া গেছে। এব্যাপারে পরীক্ষার্থীরা উপজেলা নির্বাহী অফিসার বরাবর লিখিত অভিযোগ করেছেন। কেন্দ্রের সচিব অধ্যক্ষ মিজানুর রহমান জানান, অভিযোগ পাওয়ার সাথে সাথে তাকে পরবর্তী দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। দরাগহপুরের পরীক্ষার্থীদের অভিভাবকরা জানান, একই দিন এই কেন্দ্রে বোর্ডের পরিদর্শক ২, নির্বাহী ম্যাজিস্ট্রেট ১, ভিজিলিয়্যান্স টিম সদস্য ৩ ও ইউএনও প্রতিনিধি ২ জন কেন্দ্র পরিদর্শন করেছেন। এত কর্মকর্তার একের পর এক কেন্দ্র পরিদর্শনে পরীক্ষার্থীদের উপর অতিরিক্ত চাপের সৃষ্টি হচ্ছে।
Please follow and like us: