অসহায় রুগিদের ভুল বুঝিয়ে বেসরকারি হাসপাতালে পাঠাচ্ছে খোরশেদ আলী
শহর প্রতিনিধি:
সাতক্ষীরা সদর হাসপাতালের নামে কুৎসা রটিয়ে গরীব ও অসহায় রুগিদের ভুল বুঝিয়ে বিভিন্ন বেসরকারি হাসপাতালে নিয়ে যেয়ে ওই হাসপাতাল হতে কমিশন নেওয়ার অভিযোগ উঠেছে এক ব্যাটারিচালিত ভ্যানচালকের বিরুদ্ধে।
ভ্যান চালকের নাম খোরশেদ আলী(৪০)। সে কালিগঞ্জের পর্বতপুর গ্রামের ফকির আলী গাজীর ছেলে। বর্ত মানে সে সাতক্ষীরা শহরের মধুমোল্লার ডাঙ্গী এলাকায় বসবাস করে।
রহিমা খাতুন নামের এক রুগী বলেন, আমি চিকিৎসা নেওয়ার জন্য সাতক্ষীরা সদর হাসপাতালে আসলে খোরশেদ নামের ওই ভ্যান চালক আমাকে বলে ‘সদর হাসপাতালের ডাক্তার ভালোনা, ভালো ট্রিটমেন্ট হয়না’ আপনি ডক্টর’স হাসপাতালে চলেন। আমার সাথে হাসপাতালের ডাক্তারের ভালো সম্পর্ক। তাই আমি ওই লোকের কথা শুনে ডক্টর’স হাসপাতালে যায়। ওখানে যেয়ে ডাক্তারকে দেখালে তিনি বিভিন্ন পরিক্ষা নিরিক্ষার কথা বলেন। পরিক্ষা নিরিক্ষা শেষে আমার কাছ থেকে অনেক টাকা নিয়েছে ওই প্রাইভেট হাসপাতাল। আমি জিজ্ঞেস করলে তারা বলেছেন বিভিন্ন খরচ আছে।
এ ব্যাপারে ভ্যান চালক খোরশেদ আলী বলেন, আমি অনেক আগে এগুলো করতাম, এখন আর করিনা। বর্তমানে আমার বাড়ির পাশের একজনের সাথে রাস্তা সংক্রান্ত বিষয়ে আমার গন্ডোগল হয়েছে। তাই সে আমার বিরুদ্ধে এগুলো রটাচ্ছে।
Please follow and like us: