সম্মতিতে সহবাস ধর্ষণ নয়
অনলাইন ডেস্ক :
গভীর প্রেমের সম্পর্কের জেরে কোনো শারীরিক সম্পর্ক তৈরি হলে তার বিরুদ্ধে পরে ধর্ষণের অভিযোগ আনা যাবে না। একটি মামলায় সম্প্রতি এমনই রায় দিয়েছে মুম্বাই হাইকোর্টের গোয়া বেঞ্চ।
রায় দিতে গিয়ে আদালত বলেছে, গভীর প্রেমের জেরে কোনো শারীরিক সম্পর্ক গড়ে ওঠার পর তাকে ‘ধর্ষণ’ বলা আসলে তথ্যের বিকৃতি। এই রায় যে মামলার প্রেক্ষিতে, তাতে অভিযুক্তকে নিম্ন আদালতের দেওয়া ৭ বছরের জেল এবং ১০ হাজার টাকা জরিমানার দণ্ডও বাতিল করে দিয়েছে হাইকোর্ট।
আদালত সূত্রে জানা গেছে, যোগেশ গোয়ায় একটি ক্যাসিনোয় শেফ হিসেবে কাজ করতো। ২০১৩ সালে সেখানে কর্মরত এক মহিলার সঙ্গে যোগেশের আলাপ হয়। ধীরে ধীরে দুইজনের মধ্যে গভীর প্রেম হয় এবং কয়েকবার শারীরিক সম্পর্ক হয়। কিন্তু নিম্নবর্ণের হওয়ায় যোগেশ তাকে বিয়ে করেনি। পরে ওই নারী ধর্ষণের মামলা করে।
Please follow and like us: