বিপর্যস্ত স্মিথ, বিয়ের কেনাকাটায় ব্যস্ত হবু স্ত্রী
অনলাইন ডেস্ক:
বল টেম্পারিং কেলেঙ্কারিতে জড়িয়ে মুহূর্তেই বদলে গেছে স্টিভেন স্মিথের জীবন। আকাশ ছোঁয়া সব সাফল্য ম্লান হয়ে এখন স্মিথের ক্যারিয়ার নিয়েই প্রশ্ন ওঠে গেছে। সম্মান ও মর্যাদা তো ধুলোয় মিশেছেই, তার ওপর জুটেছে এক বছরের নিষেধাজ্ঞার কঠিন শাস্তিও। শুধু তাই নয়, অর্থনৈতিকভাবেও বিপাকে সাবেক এই অজি অধিনায়ক। একের পর এক স্পন্সররা মুখ ফিরিয়ে নিচ্ছে।
সব মিলিয়ে মানসিকভাবে বিপর্যস্ত স্মিথ। কিন্তু এমন সংগ্রামের সময়ই কিনা স্মিথের হবু স্ত্রী ড্যানি উইলিস ব্যস্ত বিয়ের কেনাকাটা নিয়ে!
নাম প্রকাশে অনিচ্ছুক সাবেক অজি ক্রিকেটারের বান্ধবীর বরাত দিয়ে সংবাদমাধ্যমটির দাবি, বিয়ের কেনাকাটা করতে এখন নিউ ইয়র্কে ব্যস্ত স্মিথের হবু স্ত্রী ড্যানি উইলিস।
সাবেক অজি ক্রিকেটারের সেই বান্ধবীর ভাষ্য, ‘স্যাণ্ডপেপার ঘটনার তিনদিন আগেই বিয়ের কেনাকাটা করতে নিউ ইয়র্ক যান ড্যানি। কঠিন সময়টা তাই স্মিথকে একাই সামলাতে হচ্ছে। এমন সময়টাতে তাকেই যে বেশি দরকার ছিল স্মিথের।’
স্টিভেন স্মিথ ও তার হবু স্ত্রী ড্যানি উইলিস। ছবি: সংগৃহীত
তিনি আরও জানান, নিউ ইয়র্ক যাওয়ার আগে কেপটাউনের সবচেয়ে দামী হোটেলে স্মিথের সঙ্গে ছিলেন ড্যানি। যেখানে প্রতি রাতের জন্য রুম ভাড়া হিসাবে স্মিথকে গুনতে হয়েছে দুই হাজার ডলার।
২০১১ সালে এক বারে উইলিসের সঙ্গে পরিচয় হয় স্মিথের। সেখানে থেকে প্রণয়। এরপর ২০১৭ সালে জুনে ম্যানহাটনে উইলিসকে বিয়ের প্রস্তাব দেন স্মিথ। চলতি বছরই তাদের বিয়ের পিঁড়িতে বসার কথা।
Please follow and like us: