শোভনালীতে মহানামযজ্ঞ অনুষ্ঠিত
মানিক চন্দ্র বাছাড়ঃ
আশাশুনি উপজেলার শোভনালী ইউনিয়নের বাঁকড়া গ্রামে শ্রী শ্রী তারকব্রক্ষ্ম মহানামযজ্ঞ অনুষ্ঠিত হচ্ছে। জানা যায় বাঁকড়া গ্রামে স্বর্গীয় দুর্গা চরণ সরকার এর কনিষ্ঠ ছেলে লক্ষ্মীকান্ত সরকারের নিজস্ব বাস ভবনে সোমবার ভাগবত আলোচনা ও শুভ অধিবাসের মাধ্যমে মঙ্গলবার ভোর হইতে বুধবার ভোর পর্যন্ত অষ্ট প্রহর ব্যাপী শ্রী শ্রী তারকব্রক্ষ্ম মহানামযজ্ঞ অনুষ্ঠিত হচ্ছে। ভাগবত আলোচনায় ছিলেন বিল্ব মঙ্গল দেবনাথ ও নামামৃত পরিবেশনায় আছেন খুলনার স্বর্গসুধা সম্প্রদায়,সাতক্ষীরার ভক্ত মিলন সম্প্রদায়, শ্যামনগরের কৃষ্ণা সম্প্রদায়,আশাশুনির গুরু কৃষ্ণ সম্প্রদায় ও খুলনার অষ্টসখী সম্প্রদায়। অধিবাস কীর্তন পরিবেশনে ছিলেন বাঁকড়ার রাধা কৃষ্ণ সম্প্রদায়।
উক্ত অনুষ্ঠানে সকলের উপস্থিতি, সহযোগিতা, নাম শ্রবণ ও মহা প্রসাধ গ্রহণের অনুরোধ জানিয়েছেন লক্ষ্মীকান্ত সরকার ও তার ছেলে বিকাশ ও দিবস সরকার।
Please follow and like us: