শেখ হাসিনাকে হত্যাচেষ্টা : ডেথ রেফারেন্স ও আপিলের শুনানি আজ
ডেস্ক রিপোর্ট :
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যাচেষ্টা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত দশ জঙ্গির ডেথ রেফারেন্স ও আপিল শুনানির জন্য হাইকোর্টের কার্যতালিকায় অন্তর্ভুক্ত রয়েছে। বিচারপতি জাহাঙ্গীর হোসেন ও বিচারপতি মো. জাহাঙ্গীর হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্টের ডিভিশন বেঞ্চের কার্যতালিকার এক নম্বর ক্রমিকে থাকা এই ডেথ রেফারেন্স ও আপিলের ওপর আজ সোমবার শুনানি অনুষ্ঠিত হতে পারে।
২০০০ সালের ২২ জুলাই গোপালগঞ্জের কোটালিপাড়ায় শেখ লুত্ফর রহমান সরকারি আদর্শ কলেজ মাঠ প্রাঙ্গণে জনসভার প্যান্ডেল তৈরির সময় ৭৬ কেজি ওজনের একটি শক্তিশালী বোমা পাওয়া যায়। এই মাঠে আয়োজিত জনসভায় অংশগ্রহণের কথা ছিলো প্রধানমন্ত্রী শেখ হাসিনার। এই মামলায় গত ২০ আগস্ট দশ জঙ্গিকে ফায়ারিং স্কোয়াডে গুলি করে মৃত্যুদণ্ডের আদেশ দেয় ট্রাইব্যুনাল।
Please follow and like us: