ভবন ভাঙতে ১ বছর সময় পেল বিজিএমইএ
ডেস্ক রিপোর্ট :
বিজিএমইএ’র অবৈধ ভবন ভাঙতে মুচলেকা গ্রহণ করেছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। একইসঙ্গে এক বছরের মধ্যে ওই ভবন ভেঙে ফেলার জন্য তাদেরকে সময় দিয়েছে আদালত। এ নিয়ে বিজিএমইএ ভবন তৃতীয়বারের মতো সময় পেল।
আজ সোমবার প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন আপিল বিভাগের চার বিচারপতির বেঞ্চ এ আদেশ দেন।
এর আগে বিজিএমইএর আইনজীবী এডভোকেট কামরুল হক সিদ্দিকী আপিল বিভাগের নির্দেশনা অনুযায়ী মুচলেকা দাখিল করেন। আদালত ওই মুচলেকা গ্রহণ করে তাদেরকে ভবন ভাঙতে এক বছর সময় দেন।
Please follow and like us: