বাগেরহাটে মাদ্রাসা শিক্ষার্থী মোটর সাইকেলের ধাক্কায় নিহত
এস.এম.সাইফুলইসলাম কবির,বাগেরহাট :
বাগেরহাটের মোল্লারহাটে মোটর সাইকেলের ধাক্কায় মো. রায়হান মোল্লা (১০) নামে এক মাদ্রাসা শিক্ষার্থী নিহত হয়েছে।
আজ সোমবার সকাল ১১টায় খুলনা-মাওয়া মহা সড়কের মোল্লাহাট উপজেলার মেঝের গাওলা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
কাটাখালী হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আফজাল বলেন, সকালে বাগেরহাট থেকে গোপালগঞ্জ গামী একটি মোটর সাইকেল রায়হানকে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হয় সে। এ অবস্থায় তাকে উদ্ধার করে মোল্লাহাট হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক রায়হানকে মৃত্যু ঘোষণা করেন। রায়হানের মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।রায়হান উপজেলার মেঝের গাওলা গ্রামের মো. সামছুলহক মোল্লার ছেলে এবং গাওলা সামছুল উলূম মাদ্রাসার ৩য় শ্রেণির শিক্ষার্থী।
Please follow and like us: