কালিগঞ্জে বিশ্ব অটিজম সচেতনতা দিবসের র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
ভ্রাম্যমান প্রতিনিধি :
“নারী ও বালিকাদের ক্ষমতায়ন, হোক না তারা অটিজম বৈশিষ্ট্য সম্পন্ন” প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে সারা বিশ্বের ন্যায় কালিগঞ্জ উপজেলা প্রশাসন ও বেসরকারি উন্নয়ন সংস্থা ডি,আর,আর,এ এবং সুবর্ণ নাগরিক উন্নয়ন সংস্থার আয়োজনে ১১তম বিশ্ব অটিজম সচেতনতা দিবসের র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা ১১ টায় উপজেলা চত্তর থেকে র্যালি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা অডিটরিয়মে এক আলোচনা সভায় মিলিত হয়। কালিগঞ্জ উপজেলা সমাজসেবা কর্মকর্তা শেখ শহিদুর রহমানের সভাপতিত্বে ও সুকুমার দাশ বাচ্চুর সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম মাঈনউদ্দিন হাসান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কালিগঞ্জ ইউনিটের ডেপুটি কমান্ডার আব্দুল হাকিম,উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আজিজুর রহমান,উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা কামরুল ইসলাম,তারলী ইউপি চেয়ারম্যান এনামুল হোসেন ছোট,রতনপুর ইউপি চেয়ারম্যান আশরাফুল হোসেন খোকন, ডি আর আর এ এর প্রকল্প সমন্বয়কারী সিরাজুল ইসলাম প্রমুখ। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বীরমুক্তিযোদ্ধা শেখ নুর মোহাম্মাদ,বীরমুক্তিযোদ্ধা আবু বকর সিদ্দিক,রিপোর্টার্স ক্লাবের যুগ্ম সম্পাদক এস,এম গোলাম ফারুক,কালিগঞ্জ অনলাইন প্রেসক্লাবের সভাপতি আরাফাত আলী, ডি আর আর এ এর এপিসি রুহুল আমিন,ইলিয়াস হোসেনসহ সাংবাদিক ও সুধীবৃন্দ। আলোচনা সভায় বক্তারা বলেন প্রতিবন্ধীরা সমাজের বোঝা নয়। উপযুক্ত পরিবেশ পেলে তারাও সাধারণদের মত সব কিছুই করতে পারে। সমাজের সকলকে তাদের সহযোগিতায় এগিয়ে আসা উচিত।
Please follow and like us: