কলারোয়ার কাকডাঙ্গা সীমান্তে বিজিবির গুলি বর্ষণ: ২ কার্টুন ভারতীয় শাড়ি উদ্ধার
জাহিদ হোসাইন:
সাতক্ষীরার কাকডাঙ্গা সীমান্তের ক্যাড়াগাছী গ্রামে নিরাপত্তাজনিত কারণে ১ রাউন্ড ফাঁকাগুলি গুলি বর্ষণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সোমবার (২ এপ্রিল) রাত ১টার দিকে এ ঘটনা ঘটে। এছাড়া একই এলাকা হতে ২ কার্টুন ভারতীয় শাড়ি উদ্ধার করেছে কাকডাঙ্গা ক্যাম্পের বিজিবি সদস্যরা।
সাতক্ষীরা ৩৩ বর্ডার গার্ড ব্যাটালিয়ান অধিনায়ক লেঃ কর্ণেল সরকার মোঃ মোস্তাফিজুর রহমান গুলি বর্ষণের সত্যতা নিশ্চিত করে বলেন, একদল চোরাকারবারি ক্যাড়াগাছী গ্রামের ভেতর দিয়ে চোরাচালানের মালামাল নিয়ে যাচ্ছে গোপনে এমন সংবাদ পেয়ে কাকডাঙ্গা ক্যাম্পের হাবিলদার আকরাম হোসেনের নেতৃত্বে বিজিবি সদস্যরা সেখানে অভিযান চালায়। এ সময় চোরাকারবারিরা বিজিবিকে লক্ষ করে ইটপাটকেল নিক্ষেপ করে এবং বিজিবির উপর হামলা করতে উদ্যত হলে বিজিবি নিজেদের নিরাপত্তা নিশ্চিত করতে এক রাউন্ড ফাঁকা গুলি বর্ষণ করে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি। এ সময় বিজিবি ২ কাটর্ৃুন ভরতীয় শাড়ি উদ্ধার করে। আটককৃত শাড়ি কাস্টমস এ জমা দেওয়া হবে।
Please follow and like us: