আশাশুনিতে অটিজম সচেতনতা দিবস পালন
আশাশুনি প্রিতিনিধি:
আশাশুনিতে বিশ্ব অটিজম সচেতনতা দিবস-২০১৮ পালন করা হয়েছে। সোমবার বুদ্ধি প্রতিবন্ধী স্কুল আশাশুনি দিবসটি পালন করে। সকালে স্কুল মিলনায়তনে এ উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মাফফারা তাসনীন। স্কুলের প্রধান শিক্ষক সেকেন্দার আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা সমাজ সেবা অফিসার ইমদাদুল হক ও প্রতিষ্ঠাতা সদস্য জাহাঙ্গীর হায়দার। এসময় স্কুলের সকল শিক্ষক, কর্মচারী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। প্রধান অতিথি শিক্ষকদের আচার-আচরণে আন্তরিকতা দেখে সন্তোষ প্রকাশ করেন। তিনি মাঝে মধ্যে স্কুলে যাবেন এবং সার্বিক সহযোগিতা প্রদানের আশ্বাস প্রদান করেন।
Please follow and like us: