‘আমি সত্যিই দুঃখিত’
বিনোদন ডেস্ক:
সামাজিক যোগাযোগ মাধ্যম তোলপাড়! ক’দিন আগে নায়িকা পূর্ণিমা তার ‘এবং পূর্ণিমা’ নামের একটি অনুষ্ঠান উপস্থাপনা করার সময় অতিথি মিশা সওদাগরকে ‘ধর্ষণ’ নিয়ে একটি প্রশ্ন করেন। এরপর থেকে এ নিয়ে বেশ সমালোচনা সৃষ্টি হয়েছে।
তবে এবার ভক্তদের কাছে ক্ষমা চেয়েছেন পূর্ণিমা। তিনি বলেন, কাউকে আঘাত করে থাকলে ক্ষমা চাচ্ছি। কাউকে নিচু করার জন্য কাজটা করিনি। এবার থেকে এসব বিষয়ে সতর্ক থাকবো।
পূর্ণিমা আরো বলেন, সত্যি সত্যি আমি আন্তরিকভাবে দুঃখিত। কারণ, আপনাদের দুঃখ দেয়ার জন্য এত কষ্ট করে এই অনুষ্ঠানগুলো আমরা করি না। আমাদের প্রধান উদ্দেশ্য থাকে আপনাদের আনন্দ দেয়ার। তাই আমার অনুষ্ঠান দেখে কেউ কষ্ট পেলে আমি সত্যিই দুঃখিত।
সৈয়দ আশিক রহমানের মূল ভাবনায় আরটিভিতে প্রচারিত সেলিব্রেটি টক-শো ‘এবং পূর্ণিমা’ অনুষ্ঠানটি প্রযোজনা করছেন সোহেল রানা বিদ্যুৎ এবং গ্রন্থনা করছেন অনিন্দ্য মামুন।
Please follow and like us: