স্বরাষ্ট্র মন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা জানালেন এমপি জগলুল হায়দার
আনিসুর রহমান :
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্র মন্ত্রী আলহাজ্জ্ব আসাদুজ্জামান খান কামাল শ্যামনগর আসলে সংশ্লিষ্ট সাতক্ষীরা-৪ আসনের এমপি এস এম জগলুল হায়দার তাকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন। গত শনিবার দেবহাটা ও কালিগঞ্জে বিভিন্ন অনুষ্ঠান শেষে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে শ্যামনগর বাসষ্ট্যান্ডে পৌছালে এমপি জগলুল হায়দার আওয়ামী লীগের হাজার হাজার নেতা কর্মীর উপস্থিতিতে মন্ত্রীকে ফুলের তোড়া দিয়ে হৃদয় ভরা শুভেচ্ছা জ্ঞাপন করেন।
সংক্ষিপ্ত অবস্থান শেষে মন্ত্রী সংশ্লিষ্ট আসনের এমপিকে সাথে নিয়ে মুন্সিগঞ্জে সুশীলন অবকাশ কেন্দ্রে রাত্রি যাপন করেন। পরদিন আজ রোববার মন্ত্রী আকাশনীলা ইকোট্যুরিজম স্পট পরিদর্শন শেষে বরসা রিসোর্ট কেন্দ্রের ঘাট থেকে খুলনা এমবি জিলানী লঞ্চ যোগে সুন্দরবনের কলাগাছিয়া পর্যটন স্পট পরিদর্শন করেন। এসময় খুলনা রেঞ্জ ডিআইজি দিদার আহম্মেদ, সাতক্ষীরা পুলিশ সুপার সাজ্জাদুর রহমান, উপজেলা নির্বাহী অফিসার মোঃ কামরুজ্জামান, থানা অফিসার ইনচার্জ সৈয়দ মান্নান আলী সহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা তারে সাথে ছিলেন। পরিশেষে মন্ত্রী বাগের হাটের উদ্দেশ্যে শ্যামনগর ত্যাগ করেন।
Please follow and like us: