মোবাইল কোর্টের মাধ্যমে দু’ ইটভাটাকে ১ লক্ষ ৭৫০০০ টাকা জরিমানা
আশাশুনি প্রতিনিধি :
আশাশুনি উপজেলার বড়দল ইউনিয়নে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে দু’টি ইটভাটাকে ১ লক্ষ ৭৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। রবিবার বিকালে পরিবেশ অধিদপ্তরের উদ্যোগে এ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
খুলনা পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ ইকবাল হোসেনের নেতৃত্বে বড়দল ইউনিয়নে অবস্থিত দু’টি ইটভাটায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। মোবাইল কোর্টে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন-নিয়ন্ত্রণ আইন-২০১৩ এর আওতায় ফাইভ স্টার ব্রিক্সকে ১ লক্ষ টাকা এবং কাদের ব্রীক্সকে ৭৫ হাজার টাকা জরিমানা করা হয়। এসময় আশাশুনি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মিজাবে রহমত ও পুলিশ বাহিনীর সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
Please follow and like us: